চৌগাছায় সিগারেটের ডিপোতে রহস্যজনক চুরি : দুই নৈশপ্রহরী পুলিশ হেফাজতে

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় একটি সিগারেট কোম্পানির ডিপোতে চুরি হয়েছে। রোববার ভোর রাতে চোরচক্র ডিপোর স্টোর রুমে প্রবেশ করে টাকা ও সিগারেটসহ অন্তত সাড়ে পনের লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় দুইজন নৈশ প্রহরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
চৌগাছা পৌর সদরের স্বাধীনতা সড়কের পাশে দোতলা ভবনের নিচ তলায় জাপান টোব্যাকো সিগারেট কোম্পানির একটি ডিপো আছে। রোববার ভোর রাতে ডিপোর কক্ষে প্রবেশ করে চোরচক্র। এ সময় চোরেরা ডিপোর স্টোররুম খুলে ১০ লাখ ২৯ হাজার ৩৫০ টাকা এবং ৫ লাখ ১২ হাজার ১৪৫ টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট নিয়ে যায়। চোরেরা যখন ডিপোর রুমে প্রবেশ করে তখন পাশের কক্ষে দুইজন নৈশ প্রহরী ঘুমিয়ে ছিল বলে নিশ্চিত করেছেন ডিপো ম্যানেজার।
নৈশ প্রহরীরা হলেন, উপজেলার চাঁদপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে আব্দুল কাদের (৩৫) ও একই গ্রামের মানোয়ার হোসেনের ছেলে শাওন হোসেন (৩০)। চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী আব্দুল কাদের ও শাওন হোসেনকে পুলিশ থানায় নিয়ে যায়।
ডিপো ব্যবস্থাপক মনোরঞ্জন বিশ্বাস বলেন, সকালে খবর পেয়ে আমি দ্রুত ডিপোতে আসি এবং চুরির বিষয়টি নিশ্চিত হই। যে ভাবে এখানে চুরি হয়েছে তা সন্দেহজনক। কোনো তালা ভাঙা বা নৈশ প্রহরীদের আক্রমণ করা কিছুই না। চোরেরা ডিপোর স্টোর রুমে ঢুকেছে এবং টাকা ও সিগারেট নিয়ে বের হয়ে চলে গেছে। বিষয়টি আমি থানা পুলিশকে অবহিত করেছি, পাশাপাশি মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে থাকা থানার এসআই রিয়াজ উদ্দিন বলেন, রহস্যজনক চুরি মনে হয়েছে। সে কারনে দুই নৈশ প্রহরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে আশা করছি দ্রুতই রহস্যজনক এই চুরির মূল ঘটনা বের হয়ে আসবে।