শৈলকুপায় কুকুরের কামড়ে ২ শিশুসহ ১৬ জন আহত

0

শৈলকুপা (ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহের শৈলকুপায় ক্ষ্যাপা কুকুরের কামড়ে ২ শিশুসহ ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শৈলকুপা পৌরসভার হাবিবপুর এলাকায় একটি ক্ষ্যাপা কুকুর একের পর একজনকে কামড়ে আহত করে।
স্থানীয়রা জানায়, কুকুর প্রথমে আলপনা নামে এক শিশুকে কামড়ে চোখ তুলে নেয়। তারপর একে একে আরো ১৫ জনকে কামড়ায়। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। এরমধ্যে ২শিশুর জখম গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ ও ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়।
দুপুরে মহিন শেখ নামে একজনকে কামড়াতে থাকলে তিনি সাহস করে কুকুরটিকে জাপটে ধরেন। এ সময় তার স্ত্রী লাঠি দিয়ে কুকুরটি পিটিয়ে মেরে ফেলেন।