চৌগাছায় ভ্যানচালককে ছুরিকাঘাত করে কলা ও  টাকা ছিনতাই

0

স্টাফ রিপোর্টার।। চৌগাছায় লাল্টু রহমান কালু (৪৫) নামে এক ভ্যানচালককে ছুরিকাঘাত করে ২২ কাঁদি কলা ও  টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। আহত লাল্টু রহমান কালু যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার টেঙ্গুরপুর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা করেছেন। আহত লাল্টু রহমান কালু ঝিনাইদহ জেলার কোঁটচাদপুর উপজেলার বলুহর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

লাল্টুর স্ত্রী রাবেয়া খাতুন জানান, আমার স্বামী পেশায় একজন কলা ব্যবসায়ী। সোমবার তিনি কলা কিনে বাড়িতে ফেরার সময় তার ৯ টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড় নামক স্থানে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎপেতে থাকা ছিনতাইকারীরা তার উপর হামলা করে। ধারালো ছুরি দিয়ে ছিনতাইকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।  এ সময় তিনি অচেতন হয়ে পড়লে ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও ২২ কাঁদি কলা নিয়ে যায়। তখল তার অবস্থার অবনতি হলে রাত ১১ টার দিকে ছিনতাইকারীরা আমার মোবাইল ফোসে কল দিয়ে বলে আপনার স্বামী স্ট্রোক করেছে এ ঠিকানায় চলে আসেন। আমি আমার শ্বাশুড়ি উরফান বেগমকে সাথে নিয়ে রাত ১ টারদিকে চৌগাছা-মুহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড় নামক স্থানে পৌছায়। সেখানে দেখি আমার স্বামীকে একটি গাছের সাথে বেঁধে রেখেছে। পরে তারা আমাকে জোর করে পাশের একটি লেবু বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা চালায়। আমি সেখান থেকে দৌড়ে কোনমতে পালিয়ে আসি। আমার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা চৌগাছা থানা পুলিশকে খবর দিলে এস আই আবু জাফর সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে লাল্টু যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার লাল্টু রহমান কালুর স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মুকুল খান (৩৮) ও একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে মিয়া শরীফ (৩৫) সহ অজ্ঞাত ৪/৫ জন।

চৌগাছা থানার (ভারপ্রাপ্ত ওসি) উপ-পরিদর্শক মেহেদি হাসান বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আসামীদের আটক করার জন্য অভিযান চলছে।