শার্শার গাঁজা ব্যবসায়ী আজিবরের কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের আজিবর গাইন নামে একজন গাঁজা ব্যবসায়ীকে ১৪ মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি অ্যাড. মিতা রহমান। সাজাপ্রাপ্ত আজিবর গাইন শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত সাবুর আলী গাইনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৪ অক্টোবর শার্শা থানা পুলিশের এসআই খাইরুল আলম গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পাইলট স্কুলের সামনে অভিযান চালায়। এ সময় তিনি সেখান থেকে যশোরগামী বাসের অপেক্ষায় থাকা আজিবর গাইনকে এক কেজি গাঁজাসহ আটক করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেন এসআই খাইরুল আলম। এই মামলায় আসামি আজিবরের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।