যশোরে হেরোইনের মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে হেরোইনের একটি মামলায় তারেক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) অতিরিক্ত দায়রা জজ তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
অতিরিক্ত পিপি মো. আসাদুজ্জামান জানান, সাজাপ্রাপ্ত আসামি তারেক শার্শা উপজেলার সম্বন্ধকাটি গ্রামের মৃত দাউদ আলীর ছেলে। আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ আগস্ট সন্ধ্যায় শার্শা থানা পুলিশের এসআই বাবুল আক্তার গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া টেংরা গ্রামের জনৈক রফিকুলের চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে তারেক নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৩শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই বাবুল আক্তার আটক তারেকের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেন। এ মামলায় আসামি তারেকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।