ডা. মিলন দিবসে জাসদের আলোচনা সভা

0

লোকসমাজ ডেস্ক॥ শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবসে উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাসদ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এ সভার আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ডা. মিলন খুব সুপরিকল্পিতভাবেই দেশের সামরিক শাসনের অপসারণ করে একটা গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা প্রণয়ন করার লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন। ৩০ বছর পরেও আজকে কিন্তু আমরা গণতন্ত্রের সংকটেই বসবাস করছি এবং গণমুখী স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তে দুর্নীতিনির্ভর একটা স্বাস্থ্য ব্যবসা চালু আছে। তিনি বলেন, কাজেই আজকে মিলনের আদর্শ বা উদ্দেশ্য নিয়ে যারা রাজনীতি করতে চান বা এ সমাজে অবদান রাখতে চান তাদের অনেককিছুই করার আছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো অবস্থানে নেই। রাজনীতিতে আমার মতের সবাই থাকবে এমন কোনো কথা নেই, ভিন্ন একজনের মতেও আমরা একমত হতে পারি সেটাও কথা না। কথা হলো- রাজনীতিতে আদর্শ থাকে কিন্তু রাজনীতিকে এখন আদর্শহীন করে ফেলা হয়েছে। দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, যুগে যুগে এমন কিছু লোক এসেছে যারা মানুষের মধ্যে স্বৈরাচারীদের বিরুদ্ধে আন্দোলন যুগিয়ে তুলেছেন। ডা. মিলন তাদের মধ্যে একজন। ডা. মিলন আমাদের প্রেরণা, আমাদের রাজনৈতিক প্রতীক। শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে সভায় ঢাকা মহানগরের দলের সভাপতি আলমগীর হোসেন, স্থায়ী কমিটির সদস্য মো. খালেদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি এ এফ এম ইসমাইল চৌধুরী, জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদারসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন। উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর এদিন স্বৈরশাসন বিরোধী আন্দোলনের সময় তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ডা. শামসুল আলম খান মিলন নিহত হন।