দুস্থদের মাঝে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যশোর নগর স্বেচ্ছাসেবক দল। শনিবার জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম। নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়ির সহসভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ইমরান হোসেন বনি, এম আর মিলন, সাব্বির খান, আশরাফুল আলম সবুজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন প্রমুখ।