যশোর জেলা আ.লীগের সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাঘারপাড়ায় মানববন্ধন

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে বাঘারপাড়ায় মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দোহাকুলা কলেজ রোড়ে এ মানববন্ধন পালন করা হয়।
যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস এ সময় বক্তব্য রাখেন। তিনি বলেন, শহিদুল ইসলাম মিলন ১৯৬৯ সালে এমএম কলেজে অধ্যয়নকালে ছাত্রলীগের নেতা ছিলেন। সে সময় বিরোধী ছাত্রনেতাদের আচরণে সামান্যতম বিচলিত বা রাগান্বিতও হতে দেখা যায়নি। স্বাধীনতার পরও চরম দুঃসময়ে হাসি মুখেই সব কিছু ম্যানেজ করেছেন শহিদুল ইসলাম মিলন। ছাত্রলীগকে রেখেছিলেন সুসংগঠিত। সুতরাং গত কয়েক দিনে যশোরে যে ঘটনা ঘটে থাকুক না কেনো তাঁকে (শহিদুল) অসম্মানজনক কোনো কিছু না করার জন্য সকলের কাছে অনুরোধ রেখেছেন বাঘারপাড়ার এ বীর মুক্তিযোদ্ধা। এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মিঠু রানা, সাখাওয়াত আলী, হারুন আহম্মেদ, সজীব হোসেন, ছাত্রলীগের লাবিব, লিখন, জিহাদ, অনয় প্রমুখ।