কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যশোর ছাত্রদলের অভিনন্দন

0

 

রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যশোর থেকে , তারিকুল ইসলাম তারেক, এ এস এম রাকিবুল ইসলাম আকাশ ও সাদ্দাম হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পাদক,বায়েজিদ মোস্তাকিমকে সহ-সাংগঠনিক এবং মোস্তাছিম বিল্লাহ অপুকে সহসামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটি নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে এই একতরফা, অবৈধ, স্বৈরাচারী, ফ্যাসিবাদী, নব্য বাকশালী সরকারের পতন আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিবৃতিদাতারা হলেন, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান। বিজ্ঞপ্তি ।