মনিরামপুরে বিএনপি নেতা জামশেদ আলীর স্মরণসভা অনুষ্ঠিত

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর সদ্য প্রয়াত জামশেদ আলীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাড. মকবুল ইসলাম, নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, চালুয়াহাটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, খেদাপাড়ার শামছুজ্জামান, মশ্বিমনগরের মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য জামশেদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন।