বাঘারপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার বোয়ালিয়া গ্রামে দিল্লীশ্বর অধিকারী (৭৭) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
দিল্লীপ অধিকারীর পুত্র রোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপক অধিকারী জানিয়েছেন, বয়সের কারণে তার বাবার মানসিক সমস্যা দেখা দেয়। শনিবার সকাল ৬টার দিকে প্রাতভ্রমণ শেষে বাড়িতে আসেন তার বাবা। পরে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির গোয়ালঘরে আড়ার সাথে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দিলে তার মৃত্যু হয়। তখন সংবাদ পেয়ে বাঘারপাড়া থানার এসআই অলোক বিশ্বাস লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
দিল্লীশ্বর নড়াইলের বামনঘাট সরকারি প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। ২০০৫ সালে চাকরি থেকে অবসর নিয়ে নিজ বাড়িতে ছিলেন তিনি। মৃতের ছেলে দীপক অধিকারী তার পিতার মৃত্যুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা দাবি করলেও এসআই অলোক বিশ্বাস এ মৃত্যুকে সন্দেহজনক বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন।