কুয়েটে কপিরাইট ওয়ার্কশপ অনুষ্ঠিত

0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি)আয়োজনে দিনব্যাপী কপিরাইট, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস এন্ড কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট ইন দ্যা এডুকেশনাল সেটিংস শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহিররঞ্জন হালদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রো-ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। ওয়ার্কশপে রিসোর্সপার্সন ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারী এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়। স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আরিফুজ্জামান।