কত টাকা পাবে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা?

0

 

স্পোর্টস ডেস্ক॥ কাতার বিশ্বকাপে সবটুকু আলো কেড়ে নিয়েছে এবারের প্রাইজমানি। টাকার অঙ্ক জেনে আপনার চোখ কপালে উঠবে। এবারের চ্যাম্পিয়ন দল বাড়ি নিয়ে যাবে ৪০৪ কোটিরও বেশি টাকা। তাছাড়া রানার্সআপ দল পাবে প্রায় ২৯০ কোটি টাকা। প্রাইজমানি থাকছে শেষ ১৬ নিশ্চিত করা প্রত্যেক দলের জন্যও। শেষ সময়ের প্রস্তুতি হিসেবে দলগুলো শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছে নিজেদের। ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে অন্যতম খরুচে এই বিশ্বকাপ আসরের। বিশ্বকাপের এবারের আসরে চোখধাঁধানো স্টেডিয়াম থেকে শুরু করে থাকছে নজরকাড়া সব আয়োজন। শেষ ১৬ নিশ্চিত করা প্রতিটি দল পাবে বিপুল অঙ্কের প্রাইজমানি। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৩ হাজার কোটি টাকার সমান। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া চার দল প্রায় ১৬৪ কোটি টাকা নিয়ে ঘরে ফিরবে। এছাড়া, তৃতীয় ও চতুর্থ স্থান নিশ্চিত করা দল পাবে যথাক্রমে ২৬০ ও ২৪০ কোটি টাকা ।