যশোরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার ॥ তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, যশোর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, যশোর ডিবি পুলিশের কর্মকর্তা মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক ও যশোর শাখার তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আ. খ. ম মাসুম বিল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল হোসাইন, অনাবাসিক সেকশনের কো-অর্ডিনেটর আসাদুজ্জামান, অ্যাসিস্টান্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান , গার্লস সেকশনে কো-অর্ডিনেটর হাফেজ হাফিজুর রহমান প্রমুখ। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।