হাশিমপুরে ১৬ দল নিয়ে সিক্স- এ-সাইড ফুটবল টুর্নামেন্ট শুরু

0

স্পোর্টস রিপোর্টার॥ যশোর সদর উপজেলার হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬টি দল নিয়ে শুরু হয়েছে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট। শনিবার উদ্বোধনী দিনের দুটি খেলায় জয় পেয়েছে স্মার্ট হাশিমপুর ও এইচবি ফুটবল একাদশ।
দিনের প্রথম খেলায় স্মার্ট হাশিমপুর টাইব্রেকারে ১-০ গোলে স্বপ্ন দেখোকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় এইচবি ফুটবল একাদশ ৩-০ গোলে সিক্স আন্ডার গ্রাউন্ডকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রিয়াদ, সজীব ও আকাশ একটি করে গোল করেন।
বন্ধন ফুটবল কোচিং সেন্টারের আয়োজনে এবং অ্যাবাকাস সফট বিডি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। খেলা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, ইছালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসি ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন। উপস্থিত ছিলেন, বন্ধন ফুটবল কোচিং সেন্টারের কোচ জিল্লুর রহমান, অ্যাবাকাস সফট বিডি’র চেয়ারম্যান জহির ইকবাল নান্নু প্রমুখ।