যশোরে ব্যবসায়ীর আড়াই লাখ টাকার রড সিমেন্ট হাতিয়ে নিলো প্রতারকচক্র

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর পুলেরহাট বাজারের একজন রড- সিমেন্ট ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে আড়াই লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে একটি চক্র। এ ঘটনায় ইদ্রিস আলী নামে ওই ব্যবসায়ী গত বৃহস্পতিবার রাতে দুই জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন।
আসামিরা হচ্ছেন, ঝিকরগাছা উপজেলার মাগুরা অমৃত বাজারের শুকুর আলীর ছেলে মিঠু মিয়া ও একই এলাকার মোস্তাক।
সদর উপজেলার তফসীডাঙ্গার বাসিন্দা ইদ্রিস আলীর অভিযোগ, পুলেরহাট বাজারে তার হীরা এন্টারপ্রাইজ নামে রড ও সিমেন্টের একটি দোকান আছে। গত ১৬ জুন বিকেলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ০১৪০-৭১৫৫৮৯১ নম্বর মোবাইল ফোন থেকে ইদ্রিস আলীর মোবাইল ফোনে কল দিয়ে জানান যে, তার নাম মোস্তাক। বাড়ি ঝিকরগাছার মাগুরা অমৃত বাজারে। তিনি ইদ্রিস আলীর দোকানের সাইন বোর্ড থেকে মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তাকে কল দিয়েছেন। বিল্ডিংয়ের কাজ চলছে এবং এ জন্য তার রড ও সিমেন্ট লাগবে। এ সময় মোস্তাক পরিচয়ের ওই ব্যক্তির রড সিমেন্টের দাম শোনার পর ইদ্রিস আলীর কাছ থেকে কিনতে রাজি হন। তখন ওই ব্যক্তি আরও জানান, তার এক ভাই মালয়েশিয়ায় থাকেন। তিনি ইদ্রিস আলীর সাথে এ বিষয়ে কথা বলবেন। এর কিছু সময় পর ০৯৬৩৮-৪৭৫২৭০ নম্বর থেকে ইদ্রিস আলীর মোবাইল ফোনে কল দিয়ে অজ্ঞাত পরিচয় আরেক ব্যক্তি নিজেকে মোস্তাকের বড় ভাই হিসেবে পরিচয় দেন এবং রড সিমেন্ট কিনতে রাজি হন। এরপর বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিয়ে এবং মিষ্টিসুলভ ব্যবহার করে ওই চক্রটি কৌশলে কয়েকদফায় ইদ্রিস আলীর কাছ থেকে বাকিতে ২ লাখ ৪৫ হাজার ৫৩০ টাকার রড ও সিমেন্ট নেন। ইদ্রিস আলীর নসিমন চালক চক্রের দেওয়া ঠিকানা অনুযায়ী ঝিকরগাছার মাগুরা অমৃত বাজারে রড ও সিমেন্ট পৌঁছে দেন। কিন্তু এরপর থেকে চক্রের সদস্যদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা ইদ্রিস আলীর টাকাও পরিশোধ করেননি। পরে ইদ্রিস আলী কথিত মালয়েশিয়া প্রবাসীর নাম ঠিকানা সংগ্রহ করেন। মোস্তাকের বড় ভাই পরিচয়দানকারী ওই ব্যক্তির নাম মিঠু মিয়া। ইদ্রিস আলী বিভিন্নভাবে জানতে পারেন, তারা একটি প্রতারকচক্রের সদস্য। এভাবে আরও কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে রড ও সিমেন্ট হাতিয়ে নিয়েছে তারা।