ফুলতলা মডেল কিন্ডার গার্টেন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা ॥ ফুলতলা মডেল কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে দুই্ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্কুল অডিটোরিয়ামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। স্কুলের সভাপতি ইমামুল হক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি গফ্ফার মোল্লা। শিক্ষক অমীয় রঞ্জন বিশ্বাস ও নাজমিন আক্তারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান জীবন, লিটন কুমার দাস প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।