মনিরামপুরে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

0

স্টাফ রিপোর্টার মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে মঙ্গলী খাতুন পলি (৪০) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের সাতনল গ্রামের নিজ বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের ভাই মিজানুর রহমান তার মরদেহ শনাক্ত করেন। নিহত মঙ্গলী খাতুন পলি খানপুর ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেকের গাজীর সন্তান। তিনি সাতনল গ্রামে একখন্ড জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করতেন।
খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘরের মধ্যে মঙ্গলীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা পুলিশকে জানাই। তবে কে বা কারা তাকে হত্যা করেছে জানা যায়নি। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার আগে কিংবা পরে কোন এক সময় দুর্বৃত্তরা মঙ্গলী খাতুন পলীকে নিজ ঘরে এলো পাতাড়ি কুপিয়ে হত্যার করে। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয় পুলিশ তদন্তে মাঠে নেমেছে।