যশোরের পল্লীতে ফ্লেক্সিলোড ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ভেকুটিয়ায় মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার রাতে সুজিত কুমার ব্যানার্জী নামে একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় দুই দুর্বৃত্ত তাকে মারধর করে টাকা ছিনিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে জড়িত দুর্বৃত্তদের কাউকে আটক করতে পারেনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভেকুটিয়ায় মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম এলাকার বাসিন্দা সুজিত কুমার ব্যানার্জীর আরবপুর ইউনিয়ন পরিষদ (ভেকুটিয়া) বাজারে বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা আছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দোকান থেকে বাড়িতে ফিরছিলেন। পথে মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছালে রঘুরামপুর গ্রামের আসাদ ও চোর ফিরোজ আচমকা তার ওপর চড়াও হয়। এ সময় তারা বস্তা দিয়ে তার মুখম-ল ঢেকে এবং মারধর করে হাতে থাকা টাকা ও মোবাইল ফোনসেট রাখা একটি ব্যাগ ছিনিয়ে যায়। ওই ব্যাগের ভেতর ব্যবসার দেড় লাখ টাকা ছিলো। পরে চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন সেখানে গিয়ে সুজিত কুমার ব্যানার্জীকে উদ্ধার করে। সূত্র জানায়, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া পুলিশ অভিযুক্তদের বাড়িতে যায়। তবে ছিনতাই ঘটনায় অভিযুক্ত আসাদ ও চোর ফিরোজকে বাড়িতে না পেয়ে তাদের থানায় হাজির করানোর জন্য অভিভাবকদের জানিয়ে এসেছে পুলিশ।