দি মারিয়ার নৈপুণ্যে পিএসজির জয়

0

লোকসমাজ ডেস্ক॥ নেইমারের এসিস্টে লক্ষ্যভেদ করে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন দি মারিয়ানেইমারের এসিস্টে লক্ষ্যভেদ করে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন দি মারিয়া প্রতি-আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় লিল। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে তিন পয়েন্ট নেওয়ার স্বপ্ন দেখছিল। হারের শঙ্কা পেয়ে বসে মেসি-নেইমারদের। কিন্তু তাদের সেই শঙ্কাকে বাস্তব হতে দেয়নি মাওরিসিও পচেত্তিনোর দল। দি মারিয়ার নৈপুণ্যে পিএসজি ২-১ গোলে হারিয়েছে লিলকে। গোল করিয়ে ও করে দলের জয়ের নায়ক বনেছেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।
সংক্রমণের কারণে এমবাপ্পে খেলেননি। দলের বড় তারকা লিওনেল মেসি পেশীর সমস্যার কারণে ৪৬ মিনিটের বেশি মাঠে থাকেননি। এই অবস্থায়ও সমর্থকদের হতাশ করেনি পিএসজি। লিগ ওয়ানে ১২তম ম্যাচে ১০ম জয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। সমান ম্যাচে লিল পঞ্চম হারে আগের ১৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে। পার্ক দি প্রিন্সেসে বল দখলের পাশাপাশি আক্রমণে গেছে পিএসজি। প্রতি আক্রমণে লিলও কম সুযোগ পায়নি। ম্যাচ শুরুর প্রথম মিনিটে মেসির ক্রস প্রতিহত করে গোলের সুযোগ পেয়েছিল লিল। কিন্তু ইলমাজের শট গোলকিপার দোনারুম্মা দারুণভাবে প্রতিহত করেন। ১৫ মিনিটে তাদের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। সেলিকের কর্নারে আইকনের কাছের পোস্ট থেকে নেওয়া শট বাইরে দিয়ে যায়। ২৩ মিনিটে পিএসজি বলার মতো সুযোগ তৈরি করেও সফল হতে পারেনি। মেসির সহায়তায় দি মারিয়া পোস্টে ঠিকঠাক শট নিতে পারেনি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের দুর্বল শট গোলকিপার সহজেই প্রতিহত করেছেন। ৩১ মিনিটে প্রতি আক্রমণ থেকে লিল এগিয়ে যায়। ইলমাজের এসিস্টে কানাডিনিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিড ঠান্ডা মাথায় দোনারুম্মাকে হারিয়ে দেন। ৪০ মিনিটে পিএসজি সুযোগ পেয়েও গোল শোধ দিতে পারেনি। যোগ করা সময়ে মেসির ফ্রি-কিক পোস্টের বাইরে দিয়ে গেলে সমর্থকদের হতাশ হতে হয়। ৪৬ মিনিটে পেশীর সমস্যায় মেসি মাঠ ছাড়েন। ইকার্দি নামেন বদলি হিসেবে। এই অর্ধে পাল্টাপাল্টি আক্রমণ কম হয়নি। তবে পিএসজি দুই গোল করে প্রতিপক্ষের জয়ের স্বপ্ন গুড়িয়ে দিয়ে শেষতক সফল হয়েছে। ৭৪ মিনিটে দি মারিয়ার ক্রসে মারকুইনহোস অরক্ষিত অবস্থায় থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান। ৮৫ মিনিটে নেইমার-ইকার্দি চেষ্টা করেছিলেন। কিন্তু লিড নেওয়া হয়নি। ৮৮ মিনিটে সফল হয় পিএসজি। নেইমারের এসিস্টে দি মারিয়া লক্ষ্যভেদ করে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন।