ঢাকায় যশোর জেলা ছাত্র ফোরামের খাবার স্যালাইন বিতরণ

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা ॥ তীব্র তাপদাহ অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত। দৈনন্দিন কাজে যাদের ঘরের বাইরে যেতে হচ্ছে তাদের প্রচুর বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই সারা দেশেই অনেকেই প্রাকৃতিক এই দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় অসহনীয় এই তাপদাহ থেকে স্বস্তি দিতে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পথচারী স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, রিকশাচালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষদের মাঝে বিনামূল্যে স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ কর্মসূচি পালন করছে যশোর জেলার শিক্ষার্থীদের গঠিত অরাজনৈতিক ছাত্রকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকাস্থ যশোর জেলা ছাত্র ফোরাম (জেডিএসএফ)। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য সম্রাট খান, যশোর জেলা ছাত্র ফোরাম, ঢাকারর উপদেষ্টাম-লীর সদস্য ইঞ্জি. মো. নওয়াজীস ইসলাম রিয়েল, রোকন উদ্দীন, আলমগীর হোসেন, মোহাম্মাদ রহিম, মেসতাক শরীফ প্রমুখ।