এবার কোহলিকে তীব্র আক্রমণ গম্ভীরের

0

লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি আর ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের মধ্যে দ্বন্দ্বটা অনেক দিনের। এখনও চলছে। তবে গম্ভীর এমনই ঠোঁটকাটা স্বভাবের, নিজের দেশের মানুষকেও ছেড়ে কথা বলেন না অনেক সময়। এর আগে নানা ইস্যুতে মহেন্দ্র সিং ধোনির সরাসরি সমালোচনা করতে শোনা গেছে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া গম্ভীরকে। এবার তার মুখ থেকে বের হওয়া বুলেট পিছু ছাড়ল না ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিরও।
কোহলি ব্যাটসম্যান হিসেবে ভীষণ সফল, মানতে আপত্তি নেই গম্ভীরের। কিন্তু শুধু নিজে সফল হলেই তো হবে না, অধিনায়ক হিসেবে কোহলি দলকে কি জেতাতে পেরেছেন? গম্ভীর সরাসরিই আক্রমণ করে বললেন, কোহলি তো কিছুই জিততে পারেনি। ‘স্টার স্পোর্টস’-এর অনুষ্ঠানে গম্ভীর বলেন, ‘ক্রিকেট দলগত খেলা। নিজে রান করে চলা যেতেই পারেন। ব্রায়ান লারা যেমন প্রচুর রান করেছে। আবার জ্যাক ক্যালিসের মতো ক্রিকেটার কিছু জিততে পারেনি। আর সত্যি কথা বলতে অধিনায়ক হিসেবে কোহলিও তো এখন পর্যন্ত কিছুই জিততে পারেনি। ওর অনেক কিছু অর্জনের বাকি রয়েছে।’ গম্ভীর যোগ করেন, ‘আপনি হয়তো বড় রান করে যেতেই পারেন। কিন্তু আমার মতে বড় ট্রফি জিততে না পারলে ক্রিকেট ক্যারিয়ার কখনই পূর্ণতা পাবে না।’
প্রসঙ্গত, ভারতের অধিনায়ক হিসেবে কোহলি এখনও আইসিসির কোনো ট্রফি জিততে পারেননি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরেছিলেন পাকিস্তানের কাছে। গত বছর বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় নিউজিল্যান্ডের কাছে হেরে। গম্ভীর মনে করেন, ভালো অধিনায়ক হতে হলে দলের বাকিদের শক্তি-দুর্বলতা সম্পর্কে জানতে হবে কোহলিকে। সাবেক এই ওপেনারের ভাষায়, ‘কোহলি বাকিদের থেকে আলাদা। ওর মতো দক্ষতা অনেকেরই নেই। তাই কে কেমন ক্রিকেটার, সেটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ গুণ। নিজের সঙ্গে ওদের বা নিজের তাগিদ, উদ্যমের সঙ্গে বাকিদের তুলনা করলে চলবে না। কারণ প্রত্যেক ব্যক্তিই আলাদা। প্রত্যেকেরই নিজস্ব সুবিধা-অসুবিধা, শক্তি-দুর্বলতা রয়েছে।’