বিএড পরীক্ষা শুরু হচ্ছে ২৪ অক্টোবর থেকে

0

লোকসমাজ ডেস্ক॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোয় ২০২০ সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৪ অক্টোবর থেকে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। সূচি অনুযায়ী আগামী ২৪ অক্টোবর প্রথম দিন অনুষ্ঠিত হবে মাধ্যমিক শিক্ষা বিষয়ের পরীক্ষা। ২৬ অক্টোবর শিখন-শেখানো দক্ষতা ও কৌশল, ২৮ অক্টোবর শিখন ও শিখনযাচাই, ৩১ অক্টোবর শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২ নভেম্বর বাংলা শিখন, গণিত, ব্যবসায় উদ্যোগ শিখন এবং ইংরেজি শিখন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৪ নভেম্বর বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান শিখন ও হিসাব বিজ্ঞান শিখন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৬ নভেম্বর রসায়ন শিখন ও ফিন্যান্স শিখন; ৮ নভেম্বর অ্যাডভান্স আইসিটি শিখন; ১০ নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা শিখন এবং জীববিজ্ঞান শিখন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৩ নভেম্বর অর্থনীতি শিখন, ১৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিখন ও আরবি শিখন, ১৮ নভেম্বর ভুগোল ও পরিবেশ শিখন, আকাইদ এবং ফিকাহ শিখন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা শুরুর চার-পাঁচ দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/admit অথবা www.nu.ac.bd/admit) রোল/রেজিস্ট্রেশন বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র মূদ্রণ করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে তাতে অধ্যক্ষের স্বাক্ষর ও সিল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে। প্রবেশপত্রে কোনও প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা শুরুর তারিখের আগে অবশ্যই সংশোধন করে নিতে হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। পরীক্ষা প্রতি কেন্দ্র ফি ৫০০ টাকার মধ্যে ৭৫ শতাংশ ৩৭৫ টাকা হারে পরীক্ষা শুরু হওয়ার দুই-তিন দিন আগে রোল বিবরণীর প্রিন্টসহ এক কপি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষকে অনুরোধ করা হলো। পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, অনিবার্য কারণে এই সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।