আসুন সবাই মিলে অঙ্গীকার রক্ষা করি

0

সেকেন্ড মিনিট ঘণ্টা, দিন মাস বছর পেরিয়ে যুগ। যুগ থেকে যুগান্তরের যাত্রাপথে দৈনিক লোকসমাজ পা রেখেছে ২৫ বছরে। মহাকালের গর্ভে ফেলেআসা স্মৃতিময় ২৪ বছরের হাসি-কান্নার হিসাবের খাতা আজ আমাদের মাচায় তোলা। নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র হরণ, মানবতাহীন হত্যায় আর লাশের ভারে ওই বড্ড বেশি ওইসে খাতা ইতিহাসের সাী হয়েই থাক অনন্তকাল। পঁচিশ শবছরের যাত্রার শুতেই বলতে ইচ্ছে করে অনেক কথা, য়ার শুরু আছে শেষ নেই। শুধু লোকসমাজের প্রতিষ্ঠাতা বা জনকের কথা বললেই খণ্ডখণ্ড ইতিহাস হয়ে যাবে। আমাদের প্রতি তাঁর স্নেহমমতার কথাতেই কেটে যাবে দিনরাত। আর তাঁর জীবনের স্বৈরাচার আয়উব থেকে এরশাদ ও সর্বশেষ নির্বাচন নামক প্রহসনে গঠিত সরকারের চলমান অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের কথা যদি বলি তা হয়ে যাবে ইতিহাস। নির্যাতনের বর্ণনায় কাঁদবে পাষন্ডও। আজ নতুন যাত্রার খুশির দিন। তাই ঝরাতে চাই না কারো অশ্রু। আমরা হাসি আনন্দের এই স্রোত ধরে রাখতে চাই অনন্তত ৩ নভেম্বর পর্যন্ত। আমাদের নতুন যাত্রার বছর জুড়ে সঙ্গী হিসেবে পেতে চাই আমাদে রসকল পাঠক, বিজ্ঞাপনদাতা এজেন্ট, হকার এবং অবশ্যই সর্বস্তরের শুভাকাক্সিক্ষ স্বজনদের। আজ আমরা তাদের সাথে থাকার নিমন্ত্রণ জানিয়ে কামনা করছি সুস্থ সুন্দর সুখি জীবন কাটুক সবার। আর লোকসমাজের বন্ধুদের বলি, আসুন ভুলে যাই গতকাল গতবছরের সব মন্দ, আজ থেকে শুরু করি নতুন যাত্রা। আসুন সরেজমিনে হাতে হাত ধরে মুছে ফেলি পুরাতন সব জঞ্জাল। এগিয়ে যায় দৃঢ় অঙ্গীকারে লোকসমাজ সৃষ্টির অঙ্গীকার রক্ষায়।