অপ্রতিরোধ্য নেইমারের সামনে কেবল পেলে

0

লোকসমাজ ডেস্ক॥ এমনিতেই তার পায়ে খেলে ছন্দের ঢেউ। তবে ব্রাজিলের জার্সি গায়ে জড়ালে সেই সৌন্দর্য যেন আরও বেশি চোখে লাগে। প্রতিপক্ষের হৃদয় রক্তাক্ত করে পায়ের তুলিতে এঁকে চলেন অপূর্ব ফুটবল শিল্প। প্রায় প্রতি ম্যাচেই মুগ্ধতা ছড়িয়ে নেইমার নিজেকে নিয়ে যাচ্ছেন উঁচু থেকে আরও উঁচুতে। খেলোয়াড়ি জীবনের শুরুতে যার ছায়া খোঁজা হতো তার মধ্যে, সেই পেলের রেকর্ডকে হুমকির মুখে ফেলে দিয়েছেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড। বুধবার সকালে পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে হ্যাটট্রিক করে জাতীয় দলের জার্সিতে নেইমার গোলসংখ্যা নিয়ে গেছেন ৬৪-তে। ‘দ্য ফেনোমেনন’ রোনালদোকে ছাড়িয়ে পেলের গোলের রেকর্ডে চোখ ফেলেছেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। ৭৭ গোল নিয়ে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে পেলে।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের এবারের রাউন্ডে ব্রাজিল প্রথম ম্যাচ খেলেছে বলিভিয়ার বিপক্ষে। ঘরের মাঠের খেলায় ব্রাজিল গোলোৎসব করলেও স্কোরশিটে নাম তুলতে পারেননি নেইমার। ৫-০ গোলে জেতার পথে দুটো অ্যাসিস্ট করা সাবেক বার্সেলোনা তারকা পরের ম্যাচেই করলেন হ্যাটট্রিক। পেরুর বিপক্ষে সেলেসাওদের ৪-২ গোলের জেতার পথে নেইমার দুই অর্ধে দুই পেনাল্টি গোলের পর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পূরণ করেন হ্যাটট্রিক। ব্রাজিলের জার্সিতে ১০৩ ম্যাচে নেইমারের গোল এখন ৬৪। তাতে রোনালদোকে ছাড়িয়ে বসেছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে। ‘দ্য ফেনোমেনন’ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৮ ম্যাচে করেছেন ৬২ গোল। জিতেছেন দুটি ‍বিশ্বকাপ এবং একটি করে কোপা আমেরিকা ও ফিফা কনফেডারেশনস কাপ। এখন গোলসংখ্যায় নেইমারের ওপরে আছেন কেবল পেলে। যেভাবে এগোচ্ছেন, তাতে তিনবারের বিশ্বকাপ জয়ী কিংবদন্তির ৭৭ গোলের রেকর্ড পড়ে গেছে হুমকির মুখে। পেলের পাশে বসতে নেইমারের লাগবে আর ১৫ গোল। ১৬ গোল হলে ছাড়িয়ে গিয়ে বসবেন সর্বোচ্চ গোলদাতার চেয়ারে। দুর্দান্ত নেইমারে মুগ্ধ ব্রাজিলের কিংবদন্তি গোলকিপার তাফারেল। তার বিশ্বাস, ব্রাজিল আবারও বিশ্বকাপ জয়ের আনন্দে মাতবে নেইমারের ছোঁয়ায়। ৫৪ বছর বয়সী সাবেক এই গোলকিপার বলেছেন, ‘নেইমার অসাধারণ খেলোয়াড়। সৌন্দর্য ছড়িয়ে উপভোগ্য খেলা ‍উপহার দেয়। ও যেমন দুর্দান্ত ড্রিবলার, তেমনি গোল বানিয়ে দেয় এবং নিজে দারুণ সব গোল করে। ও আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সত্যি আশা করছি, সে তার সেরা জায়গায় থাকবে এবং ব্রাজিল জিতবে আরেকটি বিশ্বকাপ।’