শপিংয়ে গিয়ে করোনা আক্রান্ত ফরাসি ফুটবলার, আছেন কোমায়।

0

লোকসমাজ ডেস্ক॥ বাকি লিগগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত খেলোয়াড় পাওয়া গেছে ক্রমান্বয়ে। ফ্রান্সেও ভাইরাসটি থাবা বসিয়েছে ভয়ঙ্করভাবে। তবে লিগ ওয়ানের কোনও খেলোয়াড়ের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি এতদিন। দুর্ভাগ্যজনকভাবে ফ্রান্সের শীর্ষ স্থানীয় লিগেও ঘটলো তেমন কিছু।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মপেঁলিয়ের মিডফিল্ডার জুনিয়র সাম্বিয়া। অবস্থা খুব বেশি ভালো না হওয়াতে তাকে আপাতত রাখা হয়েছে কৃত্রিম কোমায়। চিকিৎসকরা বলছেন, ২৩ বছর বয়সী ফুটবলারের নানা ধরনের জটিলতা দেখা দিয়েছে। ডায়রিয়া, হজমের সমস্যাসহ শ্বাসকষ্ট দেখা দিয়েছে তার। তার এজেন্ট জানিয়েছেন, শপিং করতে গিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন সাম্বিয়া। অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয় সপ্তাহের শুরুতে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার অবস্থার উন্নতি হয়নি তবে স্থিতিশীল রয়েছে। তার এজেন্ট ফ্রেডেরিক গুয়েরা জানান, সাম্বিয়ার শুরুর তিন দিনই ছিল শুধু ডায়রিয়া। এর পর মঙ্গলবার সকালে সে হাসপাতালে গেলে কোভিড পরীক্ষায় আসে নেগেটিভ। বুধবার তার ফুসফুসের অবস্থা অবনতির দিকে যায়। সাম্বিয়ার কোভিড-১৯ টেস্টে পজিটিভ আসে বৃহস্পতিবার রাতে। কিন্তু এর আগেই মেডিক্যাল স্টাফরা তার সুস্থতায় দ্রুত পদক্ষেপ নেন। কিন্তু তার অবস্থা খারাপ হয় আরও। সাম্বিয়া এই সময়ের মাঝে হাসপাতাল পাল্টেছেন দুইবার। সর্বশেষ তাকে নেওয়া হয় কৃত্রিম কোমায়।