ব্রেট লির মনেও ভয় ছড়িয়েছেন রোহিত

0

লোকসমাজ ডেস্ক॥ একদিন আগেই ব্রেট লির প্রশংসা ঝরেছিল রোহিত শর্মার মুখে। ক্যারিয়ারের শুরুর দিকে প্রথমবার সাবেক অস্ট্রেলিয়ান পেসারের মুখোমুখি হওয়ার আগের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল ভারতীয় ওপেনারের। লি নিজেও কিন্তু নির্ভার থাকতে পারতেন না রোহিতের সামনে। আগ্রাসী ব্যাটসম্যানের মুখোমুখি যেন না হতে হয়, সেটাই চাইতেন তিনি। রোহিতের প্রশংসা পাওয়া একদিন পরই লি জানালেন এই কথা। সাবেক অস্ট্রেলিয়ান পেসার ভারতীয় ওপেনারকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন খেলোয়াড়ি জীবনের সময়টায়। কেননা রোহিতের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে বোলিং মোটেও উপভোগ করতেন না তিনি।
বর্তমান ক্রিকেটে কোনও বোলারই আসলে রোহিতের সামনে বোলিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। বোলারদের রীতিমতো শাসন করে রেকর্ডের ডালি সাজানো এই ওপেনার একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে করেছেন তিনটি ডাবল সেঞ্চুরি, আছে নির্দিষ্ট একটি বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরির করার অনন্য কীর্তি। তার দিনে প্রতিপক্ষ বোলারদের কী অবস্থা হয়, সেই প্রমাণ তিনি রেখেছেন অসংখ্য ম্যাচে। বিধ্বংসী এই ব্যাটসম্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের মুহূর্তটি এখনও মনে আছে লির। স্টার স্পোর্টসের ‘ক্রিকেট কানেক্টেড’ অনুষ্ঠানে সেই স্মৃতি রোমন্থন করেছেন সাবেক ‘গতিদানব’, ‘সে (রোহিত) ছিল ভীষণ আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক, তবে রোহিত শর্মার ব্যাপারে সবার প্রথমে আমার যে স্মৃতিটা আসে, সেটি হলো তার ব্যাটের শব্দ।’
সেই শব্দ যেন এখনও কানে বাজে লির, ‘ওই বিষয়টি আমার সবার আগে মনে পড়ে। যে সব খেলোয়াড় বল মাঝ ব্যাটে লাগাতে পারে, তাদের কাছ থেকে এটা আসে- এই শব্দটা অন্যরকম। রোহিত এমন ধরনের মানুষ, যে মানসিকভাবে সবসময় শক্তিশালী। যে কারণে সে বোলারদের কঠিন সময় উপহার দেয়।’ লির নিজেরও সেই ধরনের অভিজ্ঞতা আছে। তাই রোহিতের বিপক্ষে বোলিং উপভোগ করতেন না তিনি, ‘রোহিতের মতো টপ অর্ডার ব্যাটসম্যান, যে কিনা শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলে, এই ধরনের খেলোয়াড়দের বিপক্ষে আমি বল করতে চাইতাম না। নিঃসন্দেহে সে দারুণ খেলোয়াড়।’ সাবেক অস্ট্রেলিয়ান পেসারের এই মন্তব্যের আগে রোহিত জানিয়েছেন লি তার মনে কতটা ভয় ছড়াতেন। ২০০৭ সালের অস্ট্রেলিয়া সফরের স্মৃতি রোমন্থন করে ভারতীয় ওপেনার বলেছেন, ‘২০০৭ সালে আমার প্রথম অস্ট্রেলিয়া সফরের কথা এখনও মনে আছে। ম্যাচের আগে রাতে আমার ঘুম কেড়ে নিয়েছিল ব্রেট লি। আমি শুধু ভাবছিলাম, ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগের বোলারের বিপক্ষে আমি কিভাবে খেলব।’