কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। কেশবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কেশবপুর পৌরসভা ফুটবল একাদশ বনাম বিদ্যানন্দকাটি ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের ভেতর উভয় দলই কোনও গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে কেশবপুর পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিদ্যানন্দকাটি ইউনিয়ন ফুটবল একাদশের গোলকিপার সোহেল রানা।এর আগে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দফতর সম্পাদক  মফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  জয় সাহা, অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান প্রমুখ।