দৈনিক লোকসমাজ আজ ত্রিশ বছরে পা দিলো। তিন দশকের এই নিরলস সংগ্রামের এক কিনারে দাঁড়িয়ে আজ আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। স্মরণ করছি নিঃস্বার্থ রাজনীতিবিদ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের প্রিয় নেতা লোকসমাজের প্রতিষ্ঠাতা মরহুম তরিকুল ইসলামকে, যিনি এই পত্রিকাটির স্বপ্নদ্রষ্টা। যাঁর সারাজীবনের আকাক্সক্ষা ছিল দুঃখী শোষিত মানুষের মুখে হাসি ফোটানো।

আজ কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি লোকসমাজের অগণিত পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের। আরও স্মরণ করছি সেইসব সহকর্মীদের যারা আমাদের সঙ্গে কঠিন সময়ে কাজ করে গেছেন।

বাংলাদেশের প্রেক্ষাপটে ত্রিশ বছর একটি দৈনিক পত্রিকার প্রকাশনা চালিয়ে যাওয়া সহজ নয়। যেখানে ষোলটি বছরই ছিল আমাদের জন্য বৈরী একটি সময়। নিকট অতীতে লোকসমাজের পথ মসৃণ ছিলো না। প্রচার সংখ্যা, পাঠকপ্রিয়তায় লোকসমাজ কখনোই পিছিয়ে ছিলো না। তা সত্ত্বেও আমরা বিগত দিনগুলোতে চরম অবহেলার পাত্র ছিলাম।

এদেশে সরকারের আনুকূল্য ও পৃষ্ঠপোষকতা ব্যতিরেকে পত্রিকা পরিচালনা দুরূহ। সংবাদপত্রের স্বাধীনতা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে গেলে অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা জরুরি। কিন্তু এদেশে অধিকাংশ সংবাদপত্রই এক্ষেত্রে কঠিন পরিস্থিতির মধ্যে প্রকাশনা টিকিয়ে রেখেছে। তদুপরি এখন ইন্টারনেটের যুগ। বিশ্ব এক ‘গ্লোবাল ভিলেজ কনসেপ্ট’-এ প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছে।

প্রথাগত ঐতিহ্যবাহী সংবাদপত্রগুলোও নিবুনিবু করছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে অনলাইনের দিকে মনযোগ দিতে হচ্ছে। সংবাদপত্রের ব্যয়ের চেয়ে আয় কমে গেছে। মুদ্রিত সংখ্যার চেয়ে অনলাইনের দিকে পাঠক ঝুঁকছে। প্রতিনিয়ত পত্রিকার মান ঠিক রেখে প্রকাশনা অব্যাহত রাখার চ্যালেঞ্জ বাড়ছে। কর্মীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করে পত্রিকা প্রকাশ এখন যথেষ্ট ব্যয়বহুল।

এতদসত্ত্বেও পাঠকের স্বার্থ চিন্তা করা কর্তৃপক্ষের অগ্রাধিকার থাকে। সংবাদকর্মীদের সবসময়ই একটি চাপের মধ্যে থেকে কাজ করতে হয়। এসব বিষয়ের অবতারণা এইজন্য যে, পাঠক যে মুদ্রিত সংখ্যায় প্রতিদিন চোখ বুলান তার পেছনের কাহিনির সাথে একটি সংযোগ তৈরি করা। পাঠক যাতে সংবাদপত্রের দিনলিপির একটি চিত্র অনুধাবন করতে পারেন।

এদেশের সংবাদপত্রের প্রকাশনা কোনকালেই সুখকর ছিলো না। কিন্তু চ্যালেঞ্জ এতোটাও ছিলো না। সংবাদপত্রকে শিল্প বলা হলেও এটি সে অর্থে শিল্প হিসেবে গড়ে ওঠেনি। একটি বুদ্ধিবৃত্তিক পেশার সাথে শিল্পের ধারণা যায় না। তবুও মানতে হবে সংবাদপত্র একটি শিল্প। ব্যতিক্রমী এক দ্যোতনার মাঝে আমাদের অবস্থান।

বিগত দিনে আমরা পাঠকের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলাম। সে অঙ্গীকার থেকে আমরা এক চুলও সরিনি। আগামী দিনেও আপনারা আমাদের সাথে থাকবেন। সমাজের অসঙ্গতি ও দুর্বলতা অন্যায় অনাচারের বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

শান্তনু ইসলাম সুমিত
প্রকাশক
দৈনিক লোকসমাজ