মোরেলগঞ্জে বিএনপির মতবিনিময়

0

 

মোরেলগঞ্জ সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপনের বাসভবনে মোরেলগঞ্জ পৌর ও থানা বিএনপির নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ, পৌর বিএনপি সদস্য সাইফযল আমীন কিসলু, বিএনপি নেতা আফজাল জোমামদ্দার, সাবেক ছাত্রদল নেতা এফএম শামীম আহসান, থানা বিএনপির যুগ্ম আহবায়ক রাসেল ফকির, যুগ্মআহবায়ক আসাদুজ্জামান মিলন, যুবদল যুগ্মআহবায়ক আব্বাস মুন্সি প্রমুখ।