মহম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার

0

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার মহম্মদপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও নগদ অর্থসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় রাশেদুজ্জামান ওরফে রাশেদুল ইসলাম (২৬)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার সকালে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্র-গুলি, নগদ অর্থসহ বেশকিছু সরমঞ্জাম উদ্ধার ও রাশেদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাশেদ কালিশংকরপুর গ্রামের আকরাম মোল্যার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ ঠাকুর দাস মন্ডল।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ঠাকুর দাস মন্ডল জানান, উপজেলার কালিশংকরপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের সময় জানা যায়- রাশেদুজ্জামানের বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র -গুলি রয়েছে। এর সত্যতা যাচাই করার জন্যে যৌথ বাহিনী ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় রাশেদুজ্জামানের ঘরের মধ্য থেকে একটি দেশি রিভলবার, ৪ রাউন্ড গুলি, একটি চাকু, নগদ ২৪ হাজার ৫শ টাকা ও একটি হোন্ডা মোটরসাইকেল উদ্ধার ও রাশেদকে গ্রেফতার করা হয়।