বাগআঁচড়া ক্যাডেট মাদ্রাসার অভিভাবক সমাবেশ

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ শার্শা উপজেলার বাগআঁচড়া ক্যাডেট মাদরাসায় মঙ্গলবার সকালে মাদ্রাসা মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সহকারী শিক্ষক হাদিউজ্জামানের পরিচালনায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুল্লাহ বেলালী।
অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, অভিভাবক সদস্য জহিরুল ইসলাম, মাদ্রাসার সহকারী শিক্ষক রুহুল আমিন, আল আমিন, নাসিম রানা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য অভিভাবক, অভিভাবিকা ও গনমাধ্যর্মী, ছাত্র ছাত্রী সহ অনেকে। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।