আব্দুর রাজ্জাক কলেজে নবীনবরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীতে তোমরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। সুতরাং তোমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনাই উদ্ভাসিত হয়ে সেই নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের শিক্ষক প্রভাষক আলফাজ উদ্দীন। আলোচনা শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।