শার্শায় কৃষকের দুই হালের গরু চুরি

0

শার্শা (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শায় আবারো এক রাতে কৃষকের দুইটি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত রাতে শার্শার দক্ষিন বুরুজবাগান পশ্চিমপাড়া গ্রামে। চুরি যাওয়া গরুর মালিক গোলাম মোস্তফা বলেন, মঙ্গলবার রাতের কোন এক সময় তার আধাপাকা গোয়াল ঘরের তালা ভেঙে চোরেরা তার হাল চাষের দুটি দামড়া গরু চুরি করে নিয়ে গেছে। গরু দুটির আনুমানিক মুল্য প্রায় ৫ লাখ টাকা। কৃষক গোলাম মোস্তফা বলেন, তার এই গরু দিয়ে অন্যরাও জমিতে চাষ করতো। সামনে আমন মৌসুম শুরুর আগেই তার হালের গরু দুটি চুরি হওয়ায় তিনি মুষড়ে পড়েনেছ। গোলাম মোস্তফা বলেন ,এই মুহূর্তে তার পক্ষে নতুন করে এক জোড়া চাষের গরু কেনা সম্ভব নয় ।
এ ব্যাপারে প্রতিবেশী আব্দুল অহেদ বলেন, আমন মৌসুম শুরুর আগেই কৃষক গোলাম মোস্ফার হালের গরু চুরি হওয়ায় তার অনেক ক্ষতি হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গরু চুরির ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে চোর চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।