মোচিক ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে হট্টগোল

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলে প্রতিনিয়ত দ্বন্দ্ব যেন লেগেই আছে । মিলটিতে বিভিন্ন কারণে ধারাবাহিক দ্বন্দ্ব চলছে । এবার মিলটির ব্যস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের কক্ষে হট্টগোল হয়েছে। এ ঘটনায় বুধবার মিলটির সহব্যবস্থাপক জামাল উদ্দিন কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ।
অভিযোগে জানা যায়, বুধবার সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে মুশফিকুর রহমান ডাবলু ( মৌসুমি চালক), আতিয়ার রহমান (টাইপরাইটার, হিসাব বিভাগ) রফিকুল ইসলাম (করণিক , হিসাব বিভাগ) ও আব্দুর রহিমের (গ্যারেজ ফিটার) নেতৃত্বে ২০-২৫ জন ব্যবস্থপনা পরিচালক সাইফুল ইসলামে কক্ষে ঢুকে তাকেসহ মিলটির শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে গালিগালাজ ও নানা রকম হুমকি দেন । এ ঘটনার পর মিলটির সহব্যবস্থাপক (সংস্থাপন শাখা) জামাল উদ্দিন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন ।
অভিযোগের ব্যাপারে মুশফিকুর রহমান ডাবলু ( মৌসুমি চালক) জানান , সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল ৯ বছর বিনা ভোটে শ্রমিক ইউনিয়নের ক্ষমতায় আছেন । তিনি কোনদিন শ্রমিকদের আয় ব্যয়ের হিসেব দেননা । আমরা সকালে জানতে পারি গোলাম রসুল ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের রুমে আছেন । এ কথাগুলোই তার কাছে শুনতে যাই । এ ছাড়া ওখানে কোন ঘটনা ঘটেনি ।
এ ব্যাপারে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন , ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । তাছাড়া থানায়ও বিষয়টি জানিয়েছি ।
থানায় অভিযোগের ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ জানান, অভিযোগ পেয়েছি । তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।