যশোর শহরে বাড়িতে চুরি

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শহরের বেজপাড়া তালতলা কবরস্থানের বাসিন্দা তানভীর আহমেদ জুয়েলের ভাড়া বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাজশাহী থেকে মামা আতিকুর রহমানের দাফন শেষ করে বাসায় ফিরে তিনি চুরির দৃশ্য দেখতে পান । কবে-কখন চুরির ঘটনা ঘটেছে সেটি তিনি নিশ্চিত করে বলতে পারেন না। তিনি বলেন, চোরচক্র তার বাসা থেকে নগদ টাকা, স্বর্ণের গহনাসহ নিয়ে গেছে যার মূল্য লক্ষাধিক টাকা।
তানভীর আহমেদ জুয়েল বলেন, শহরের বেজপাড়া তালতলা কবরস্থানের মমতাজ বেগমের দ্বিতীয় তলার নিচতলায় সপরিবারে ভাড়া থাকি। শনিবার রাজশাহীতে মামা আতিকুর রহমানের মৃত্যুর সংবাদ পেয়ে সপরিবারের সেখানে যাই। মঙ্গলবার দুুপুরে সেখান থেকে বাসায় ফিরে দেখি বাসার পূর্ব পাশের গ্রিল কাটা। পরে বাসার ভেতরে গিয়ে দেখি আলমারিতে রাখা জিনিসপত্র ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আলমারিতে রাখা নগদ ৩৫ হাজার টাকা এবং ৬০ থেকে ৭০ হাজার টাকা মূল্যোর স্বর্ণের গহনাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নেই।