মেহেরপুরে শিলাবৃষ্টি, উঠতি ফসলে ক্ষতির শঙ্কা

0

মেহেরপুর সংবাদদাতা॥ মেহেরপুরে শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিতে গম, মসুরি ও তামাক ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসূমে জেলায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে বারি গম-৩৩, বারি গম ৩২ ও বারি গম ২৬ জাতের গমের আবাদ হয়েছে। ভুট্টার আবাদ হয়েছে ১৩ হাজার ৮৩০ হেক্টর ও মসুরি আবাদ হয়েছে সাত হাজার ৮৫ হেক্টর জমিতে। চাষিদের আবাদি জমির গম এখন দানা বাঁধার সময়।মেহেরপুরে শিলাবৃষ্টি, উঠতি ফসলে ক্ষতির শঙ্কাসদর উপজেলা আমঝুপি ইউনিয়নের কৃষক জাহেদুর রহমান জানান, দুইবিঘা জমিতে ভুট্টার আবাদ করেছিলেন। শিলাবৃষ্টিতে গাছের পাতা ছিঁড়ে গেছে। হোসাইন সাগর নামের আরেক কৃষক জানান, এক বিঘা জমিতে গম ও ১০ কাঠা জমিতে মসুরি আবাদ করি। শিলাবৃষ্টিতে গম গাছ মাটিতে পড়ে গেছে। মসুরি ক্ষেতের ফুল ঝরে গেছে।মেহেরপুরে শিলাবৃষ্টি, উঠতি ফসলে ক্ষতির শঙ্কা

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ বলেন, শিলাবৃষ্টিতে গম, ভুট্টা ও মসুরি গাছের ক্ষতি হয়েছে। হঠাৎ শিলাবৃষ্টি হলেও বর্তমানে আবহাওয়া ভালো। মাঠ পর্যায়ে লোক পাঠানো হয়েছে। ক্ষতি কমাতে চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।