কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ২ আসামিসহ পাঁচজনকে আটক করেছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে থানার ওসির নির্দেশে বিভিন্ন অফিসার পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সুজাপুর গ্রামের মৃত আফসার উদ্দীনের ছেলে সাজাপ্রাপ্ত আসামি আবদুর রহিম (৪৭) ও গড়ভাঙ্গা গ্রামের মৃত কালিদাস দাশ চন্দ্রের ছেলে সাজাপ্রাপ্ত আসামি স্বপন কুমার চন্দ্রকে (৫৮) আটক করেন। একই অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বুড়লী গ্রামের শহিদুল ইসলাম সরদারের ছেলে নয়ন সরদার (১৭), বালিয়াডাঙ্গা গ্রামের তুলশী চন্দ্রের ছেলে তাপস কুমার চন্দ্র (৪৫) ও যশোরের কোতয়ালি থানার খড়কী সার্কিট হাউজপাড়ার আয়ুব আলীর ছেলে মাদক কারবারি শাকিল আহমেদকে (২৪) কেশবপুর এলাকা থেকে ২১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় শাকিল আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, আটক আসামিদের বুধবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।