যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে গ্রন্থাগার দিবস পালন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি আয়োজনে আলোচনা সভা ও পাঠ প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। সোমবার বিকেলে পাবলিক লাইব্রেরির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি সম্পাদক এস নিয়াজ মোহাম্মদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছড়াকার মুস্তাফিজুর রহমান মুস্তাক, ইনস্টিটিউটের নির্বাহী সদস্য কবি মানুন আজাদ, কবি আরশি গাইন প্রমুখ।
পরে প্রধান অতিথি পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইসলামুল হক প্রথম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিষ্ণুপদ বিশ্বাস দ্বিতীয় এবং সরকারি এমএম কলেজের শিক্ষার্থী নিতিশ বিশ্বাস তৃতীয় স্থান অর্জন করেন । অনুষ্ঠান পরিচালনা করেন গ্রন্থাগারিক আবু জাহিদ।