বেনাপোল-মোংলা রুটের ট্রেন চলবে আজ থেকে, ভাড়া ৮৫

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল থেকে মোংলা রুটে ট্রেন আজ শনিবার (১ জুন) থেকে চলবে। গত বছরের ১ নভেম্বর খুলনা-মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। গত বুধবার রেলওয়ে পশ্চিম জোনের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আজ শনিবার (১ জুন) সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে ট্রেন ছেড়ে যাবে মোংলার উদ্দেশ্যে। ট্রেনটি দুপুর ১২টা ৩৫ মিনিটে পৌঁছাবে মোংলায়। একই ট্রেন মোংলা থেকে দুপুর ১টায় ছেড়ে বিকেল সাড়ে ৪টায় বেনাপোল পৌঁছাবে। সপ্তাহে মঙ্গলবার একদিনের জন্য এ রুটে ট্রেনটি বন্ধ থাকবে। সপ্তাহের অন্য দিনগুলো এ রুটে স্বাভাবিক নিয়মে ট্রেনটি চলাচল করবে। বেনাপোল থেকে মোংলার দূরত্ব প্রায় ১৩৮ কিলোমিটার। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮৫ টাকা। নতুন এই রুটের কার্যক্রম সম্পন্ন করতে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। ট্রেনটি বেনাপোল থেকে ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় পৌঁছাবে। বেনাপোল টু খুলনা চলাচলের সময় বেতনা এক্সপ্রেস ঠিক রেখে খুলনা – মোংলা রুটে চলাচলের সময় মোংলা এক্সপ্রেস নামে চলবে।