এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ এইচএসসি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের আলিম পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে যশোরে মানববন্ধন করেছে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রেস ক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে স্মারকলিপি দেয়।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষার্থীরা বলে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সম্পূর্ণ সিলেবাসের প্রস্তুতি নিয়ে ১৭ মাস পর পরীক্ষা দিয়েছে। তাহলে আমরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেন ১৫ মাস পর দিব। আমাদের দাবি এইচএসসি পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে। এ দাবি যদি না মানা হয় আমরা পরীক্ষায় অংশ নেবো না।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, বৈরী আবহাওয়া, রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে আমাদের শ্রেণি কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। আমরা আমাদের সিলেবাসটুকু ঠিক ভাবে শেষ করতে পারিনি। তাহলে কেন এত দ্রুত পরীক্ষা নেওয়া হবে। এখনও বেশিরভাগ কলেজে মডেল টেস্ট চলছে। অথচ এক মাসও পরীক্ষার সময় নেই।
এ সময় শিক্ষার্থীরা দাবি করে পরীক্ষা যদি দিতেই হয় তাহলে সিলেবাস পূর্ণাঙ্গ রিভাইস দেওয়ার জন্য দুই মাস সময় দেওয়া হোক। শিক্ষার্থীরা যুক্তি দেখায় এ বছর বাংলাদেশের রেকর্ড করা তাপমাত্রা ছিল এবং অতিরিক্ত লোডশেডিং ছিল। এ অবস্থায় পরীক্ষা অনুষ্ঠিত হলে অধিকাংশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে। মানববন্ধন শেষে তারা শহরে বিক্ষোভ মিছিল বের করে।