ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবিতে যশোরে সিপিবির মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার ও প্যালেস্টাইনে গণহত্যা বন্ধের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি যশোরের আয়োজনে শনিবার বিকেলে প্রেস ক্লাব যশোরের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়।
সিপিবি জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহসম্পাদক আমিনুর রহমান হীরু, আব্দুর রহিম, আবু জাফর প্রমুখ।
মানববন্ধনে গাজায় ফিলিস্তিনিদের ওপর নৃশংস গণহত্যা পরিচালনাকারী ও যুদ্ধাপরাধী ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার দাবি জানিয়ে বক্তারা বলেন, নৃশংস এ বর্বরতা অব্যাহত থাকলেও আজ পর্যন্ত এর বিরুদ্ধে পৃথিবীর অনেক মুসলমান রাষ্ট্র কথা বলছে না। মানববন্ধন থেকে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়।