যশোরে বিপুল সংখ্যক ইয়াবাসহ দুই বোন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই বোনকে আটক করেছে র‌্যাব । আটকরা হলেন শহরের বকচর কবরস্থান রোডের লুৎফর শেখের দুই মেয়ে ফরিদা বেগম ওরফে সাহেবা (৪৯) ও বকচর মাঠপাড়ার ফাতেমা বেগম (৩৫)। দুই বোনের কাছ থেকে ১৯ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ৪৮ হাজার ৮শ টাকা জব্দ করে র‌্যাব।
র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, শুক্রবার রাতে তারা জানতে পারেন, বকচর কবরস্থান এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মজুদ করা হয়েছে। তাৎক্ষণিক তার নেতৃত্বে একটি টিম ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বড় বোন ফরিদার বাড়ির ওয়াশরুমে কমোডের ফ্লাশ ট্যাংকের ভেতর থেকে ৯ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ লাখ ৪৮ হাজার ৮শ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তার ছোট বোন ফাতেমার কাছেও ইয়াবার আরও একটি চালান রয়েছে। সংবাদ পেয়ে বকচর মাঠপাড়ায় ফাতেমার বাড়িতে অভিযান চালান তারা। ফাতেমার ঘরের স্টিলের বাক্সের ওপর থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র‌্যাব আরও জানায়, তারা দুই বোনসহ তাদের একটি চক্র রয়েছে যারা যশোর থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন। তারা নিজেরাই বোরকা পরে শরীরের বিভিন্ন অংশে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট লুকিয়ে চলে যান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তাদের সহযোগীদের আটকে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব যশোরের সদস্যরা। শনিবার তাদের নামে একটি মামলা হয়েছে কোতয়ালি থানায়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এসএম শাহীন পারভেজ ২শ গ্রাম গাঁজাসহ মহিদ হোসেন (৬২) নামে এক বৃদ্ধকে আটক করেছেন। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার হামিদপুর শিকদার পাড়ার নিজ বাড়ি থেকে মাহিদ হোসেনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত গোলাম মোস্তফা শিকদারের ছেলে।