আদালতকে ব্যবহার করে বিরোধীদের নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার : রিজভী

0

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ‘সরকার বিরোধী দলের কণ্ঠস্বর চেপে রাখতে চায়। তারা আদালতকে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতিকেই নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।’
সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘এক পক্ষের বক্তব্য না শুনেই ৩০ সেকেন্ডের মধ্যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদেশ দিয়েছেন হাইকোর্টের দু’জন বিচারপতি। আদেশে বিটিআরসিকে নির্দেশ দেয়া হয়েছে যে তারেক রহমানের সাম্প্রতিক দেয়া সব বক্তব্য অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে হবে। বিচাপতিদের এই আদেশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করা।’
প্রধান বিচারপতির কাছে অন্য আদালতে এই রিটটি বদলির জন্য আবেদন করা হলেও তা গ্রাহ্য করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আদালতের এ ধরনের আদেশের নামে প্রহসন করা হয়েছে। বিচারপতিদের এই আদেশ বর্তমান সরকারের আমলে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আর বিন্দুমাত্র আস্থা রইল না। আদালতের এ ধরনের আদেশ ফ্যাসিজমের আরেকটি বহিঃপ্রকাশ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিজয় হলে তারেক রহমান দেশে আসবেন এবং আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ।