ঝিকরগাছায় ৩০ টাকার চাল বিক্রি শুরু

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় ন্যায্যমূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর সদরের উপজেলা মোড়স্থ ডিলার আবুল হাসান মুন্নার দোকান থেকে আনুষ্ঠানিকভাবে চাল বিক্রি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ঝিকরগাছা সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজি নাজিব হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ক অফিসার আরব আলী, ডিলার সোহেল হোসেন প্রমংখ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান জানিয়েছেন, পৌর সদরের ৩টি স্থান ও উপজেলার ১১ ইউনিয়নে ৪৩টি স্থানে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত ওএমএস কার্যক্রম চলমান থাকবে। প্রতিদিন ৩০টাকা কেজি দরে মাথাপিছু ৫চাল কেজি করে চাল নিতে পারবেন।