যশোরে বাবা দিবস পালন করলো ব্রাদার টিটো’স হোম স্কুল

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বাবা দিবস পালন করেছে সুনামখ্যাত বিদ্যাপীঠ ব্রাদার টিটো’স হোম স্কুল। রোববার যশোর শহরের লালদিঘি পাড় এলাকায় অবস্থিত স্কুলটির পার্কে বাবা দিবসের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো স্কুলটির শিক্ষার্থীদের নিজ নিজ পিতাকে নিজ হাতে তৈরি উপহার প্রদান, আলোচনা সভা ও একজন সফল বাবাকে সংবর্ধনা। আ্যাসেম্বলি ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আর স্কুলের থিম সং পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সফল বাবা হিসেবে এদিন দৈনিক লোকসমাজের সিটি এডিটর ও বাংলাভিশন টিভির যশোর জেলা প্রতিনিধি সেখ রাজেক জাহাঙ্গীরকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় দেশ সেরা তরুণ বিজ্ঞানীর খেতাবপ্রাপ্ত সেখ নাঈম হাসান মুনের বাবা। মুন বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে উদ্ভাবন ও উদ্যোক্তা সাবজেক্টে ১০০% স্কলারশিপ পেয়ে পড়াশুনা করছে।
বাবা দিবসের আলোচনাপর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পাঠাগার বিভাগের সম্পাদক এস নিয়াজ মোহাম্মদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মাসুদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে স্কুলের নার্সারি পড়ুয়া আফসিন আনাহা। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ফারহা মল্লিক। বাবাকে নিয়ে সংগীত পরিবেশন করে স্কুলের শিক্ষার্থী সৈয়দা ওয়াহিবা মৃত্তিকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের অধ্যক্ষ ব্রাদার টিটো।