বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল বালক বালিকা উভয় বিভাগে সদরের ফাইনাল নিশ্চিত

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যশোর জেলা পর্যায়ের খেলায় বালক এবং বালিকা উভয় বিভাগে ফাইনাল নিশ্চিত করেছে সদর উপজেলা। বৃহস্পতিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের বালক এবং বালিকা বিভাগে পৃথক দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালক বিভাগের খেলায় মুখোমুখি হয় সদর বনাম ঝিকরগাছা উপজেলা। ফাহিম মুনতাসিরের হ্যাট্রিক গোলের সুবাদে সদর উপজেলা ৪-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। দলের পক্ষে খেলার ৫২,৫৬,এবং ৭২ মিনিটে ফাহিম মুনতাসির গোল তিনটি করেন। এছাড়া সাজ্জাদ হোসেন খেলার ৪৮ মিনিটে একটি গোল করেন। বালিকা বিভাগের খেলায় মুখোমুখি হয় সদর বনাম বাঘারপাড়া উপজেলা। এ খেলায় সদর উপজেলা ৫-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। দলের পক্ষে খেলার ২৫ও ২৯ মিনেটে হীরা খাতুন দুটি , ৮মিনিটে তামান্না আক্তার, ১৫মিনিটে তিথি রানী ধর ,এবং ৩৯ মিনিটে শরীফা খাতুন একটি করে গোল করেন।
আগামীকাল শনিবার একই ভেন্যুতে টুর্নামেন্টের উভয় বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বালক বিভাগের খেলায় মুখোমুখি হবে সদর বনাম মণিরামপুর উপজেলা। বালিকা বিভাগের খেলায় মুখোমুখি হবে সদর বনাম কেশবপুর উপজেলা।