জনগণ আসন্ন ডামি উপজেলা নির্বাচনও প্রত্যাখ্যান করবে : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের ডাকে জনগণ গেল ৭ জানুয়ারির ডামি সংসদ নির্বাচন যেভাবে প্রত্যাখ্যান করেছিল, ঠিক একই ভাবে আসন্ন ডামি উপজেলা নির্বাচনও  প্রত্যাখ্যান করবে। তারা বুঝে গেছে আওয়ামী লীগের অধীনে কোনদিনই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই বিএনপির নেতৃত্বে জনগণ ডামি সংসদ নির্বাচনের মত ডামি উপজেলা নির্বাচনও বর্জন করবে।
আগামী ৮ মে আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের অংশ হিসেবে শনিবার কেশবপুর পৌর সদরে গণসংযোগ ও প্রচারপত্র বিলিকালে তিনি এ কথা বলেন। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দীর্ঘ এক যুগের অধিক সময় জনগণ আওয়ামী লীগে অধীনে কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। জনগণের ভোটাধিকার হরণ করায় আওয়ামী লীগের অন্যতম চরিত্র। আজ তারা গেল ৭ জানুয়ারির মত উপজেলা পরিষদ নির্বাচনেও বানরের মত নিজেরা পিঠা ভাগাভাগিতে ব্যস্ত। তাদের পিঠা ভাগাভাগির উৎসবে জনগণ কোনভাবেই সামিল হবে না।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, কেশবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, আলমগীর হোসেন, আব্দুল গফুর কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান প্রমুখ।