রোনালদোর জোড়া গোল : ইন্টারকে হারিয়ে এগিয়ে থাকলো জুভেন্টাস

0

লোকসমাজ ডেস্ক॥ ইতালিয়ান ফুটবলে এটা ছিল ক্ল্যাসিক লড়াই। একেবারে মহারণ বলতে যা বোঝায়। মুখোমুখি ইতালির দুই সেরা ক্লাব জুভেন্টাস এবং ইন্টারমিলান। সেই মহারণে গোল হজম করেও মহা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌজন্যে দুর্দান্ত এক জয় নিয়ে ফিরে আসলো জুভরা। কোপা এটালিয়ার সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ ছিল এটি। স্বাগতিক ইন্টারমিলান। সানসিরোয় ম্যাচের ৯ম মিনিটেই গোল করে বসে ইন্টারমিলান। পরে রোনালদোর জোড়া গোলে ইন্টারকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। ম্যাচের শুরুটা বেশ ভালোভাবেই করেছিল ইন্টারমিলান। নিজেদের মাঠ হওয়ার কারণে সুবিধাটা আদায় করে নেয়ার চেষ্টা করেছিল তারা। সে আলোকে ম্যাচের ৯ম মিনিটেই গোল করে বসেন লোতারো মার্টিনেজ। জুভেন্টাসের কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বাফনের এটা ছিল ক্লাব জার্সিতে ১১০০তম ম্যাচ। আর এই ম্যাচেই এভাবে গোল হজম করলেন তিনি!
শুরুতেই ১-০ গোলে পিছিয়ে পড়ার কারণে কিছুটা হুঁশ ফিরে যেন জুভদের। এরপরই তারা খেলার ধারা পাল্টে ফেলে। মাত্র কিছুদিন আগেই সিরি-আ’তে মুখোমুখি হয়েছিল দু’দল। সেই ম্যাচে জুভদের ২-০ গোলে অনায়াসেই হারিয়েছিল ইন্টার মিলান। এবারও গোল হজম করে জুভদের ফেরার তাড়াটা ছিল তাই বেশিই। ম্যাচের ২৬ মিনিটেই দলকে সমতায় ফেরান রোনালদো। হুয়ান কুয়াদরাদোকে বক্সের মধ্যে ফেলে দেন অ্যাশলে ইয়ং। ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে গোল করেন রোনালদো। ৩৫ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন সিআর সেভেন। এবার তার করা গোলটি ছিল দুর্দান্ত। ইন্টারের পোস্টের সামনে গোলরক্ষক সামির হ্যান্ডানোভিক এবং ডিফেন্ডার আলেসান্দ্রো ব্যাস্তোনিকে কাটিয়ে পুরো ফাঁকা পোস্টে অসাধারণ গোলটি করেন জুভেন্টাসের এই পর্তুগিজ স্ট্রাইকার। প্রথমার্ধের বাকি অংশ এবং দ্বিতীয়ার্ধে আর কেউ কোনো গোল করতে পারেনি। যদিও দ্বিতীয়ার্ধে ইন্টারমিলান অসাধারণ খেলেছিল। চেষ্টা করেছিল তারা ফিরে আসার। অ্যালেক্সিস সানচেজ এবং ক্রিশ্চিয়ান এরিকসেন দারুণ দুটি গোলের সুযোগ মিস করেন। এছাড়া মাতেও ডারমিয়ানের করা দুর্দান্ত একটি শটকে অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন ৪৩ বছর বয়সী গোলরক্ষক জিয়ানলুইজি বাফন। হ্যাটট্রিকের সুযোগ ছিল রোনালদোর সামনে। কিন্তু কোচ আন্দ্রে পিরলো তাকে তুলে নেন ৭৭ মিনিটের মাথায়। ম্যাচ শেষে পিরলো এ নিয়ে বলেন, ‘সে (রোনালদো) জানে যে, সে হচ্ছে আমাদের পয়েন্ট অব রেফারেন্স। তবে সেরা অবস্থানে থাকার জন্য তার কিছু বিশ্রামেরও প্রয়োজন রয়েছে।’