খুলনায় হত্যা মামলার আসামি ইউপি মেম্বার গ্রেপ্তার

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাচানী গ্রামের ইসরাইল মোল্লা হত্যাকান্ডের মূলহোতা ইউপি সদস্য ইন্তাজ মোল্লাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, বুধবার দুপুরে র‌্যাব-৬ এবং থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় ইন্তাজ মোল্লাকে আটক করা হয়। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকার এক আত্মীয় বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটকের পর র‌্যাব সদস্যরা ইন্তাজ মোল্লাকে থানা পুলিশের কাছে সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদ শেষে আসামির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি বিকেল ইউপি সদস্য ইন্তাজ মোল্লা (৬০) তার ছেলে সোহাগ (২৫) সহ আরেক ভাই মারুফ মোল্লা আপন ভাই ইসরাইল মোল্লার ওপর হামলা করে। মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তারা বাঁশের লাঠি দিয়ে বেধড়ক আঘাত করতে থাকে। এক পর্যায়ে ইট দিয়ে ইসরাইল মোল্লার মাথার অর্ধাংশ থেতলে দেয়। ঘটনাস্থলে স্ত্রী খাদিজা পারভীন পৌঁছায়ে ডাক চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এলে ঘাতকরা পালিয়ে যায়। দ্রুত ইসরাইল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ইউপি সদস্যসহ ৩ জনের নামে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী খাদিজা পারভীন।